Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

বিভিন্ন প্রকারের ম্যাপ ও খতিয়ানের বিক্রয়মূল্য নিম্নরূপঃ

ক্রমিক নং

আইটেমের নাম

নির্ধারিত মূল্য

মৌজার ম্যাপ (মুদ্রিত)

৩৫০/-

মৌজার ম্যাপ (ফটোকপি)

৩০০/-

থানা ম্যাপ (মুদ্রিত)

৫০০/-

জেলা ম্যাপ (মুদ্রিত), সাদা-কালো

৫০০/-

জেলা ম্যাপ (মুদ্রিত) রঙিন

৭৫০/-

বাংলাদেশ ব্যাপ (মুদ্রিত)

১,২৫০/-

খতিয়ান মুদ্রিত

৬০/-

স্তরের নাম

সেবার ধরণ, বিবরণ ও ভূমি মালিকের করণীয়

সেবা প্রদানের নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারী

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও আপীলেট ট্রাইব্যুনাল

মৌজা রেকর্ড চূড়ান্ত প্রকাশনা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের ১ বছরের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল/ দেওয়ানী আদালতে প্রতিকার প্রার্থনা করা যাবে। ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল/ দেওয়ানী আদালতে প্রতিকার প্রার্থনা করা যাবে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে প্রতিকার না পেলে মহামান্য হাইকোর্টে আপীল করতে পারেন।

 

মৌজা সীমানা সীমানা নিয়ে বিরোধ

জরিপ চলাকালীন কোন মৌজা/ উপজেলা সীমানা সংক্রান্ত বিরোধ দেখা দিলে সেটেলমেন্ট অফিসার খানাপুরী কাম-বুজরত স্তরে উক্ত বিরোধ বিধিমতে নিস্পত্তি করবেন। আন্তঃজেলা সীমানা বিরোধ মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগনের সমন্বয়ে নিষ্পত্তি করবেন।

কারিগরী উপদেষ্টা/ সেটেলমেন্ট অফিসার